Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের এক বাসা থেকে কিশোরী নিখোঁজ 

স্টাফ রিপোর্টার-
সিলেট মহানগরীর রায়নগরের দর্জিপাড়া এলাকার একটি বাসা থেকে শ্যামা রানী সরকার (১৪) নামে এক  কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ঐ কিশোরীর মা সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ কিশোরী শ্যামা রানী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহী গুদামবাজার এলাকার সমভু সরকার ও সুমি রানী বিশ্বাস দম্পতির মেয়ে। সে ২০২০ সাল থেকে মহানগরীর রায়নগরের দর্জিপাড়া (সৌরভ-১৯/২) এলাকার  বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলো।
নিখোঁজ কিশোরী শ্যামা রানীর মা সুমি রানী বিশ্বাস জানান, গতকাল ১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটার দিকে বাসার কাউকে কিছু না বলে লুকিয়ে বাসা থেকে চলে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
সুমি রানী বিশ্বাস জানান, এ ঘটনায় আমি কোতোয়ালী থানায় নিখোঁজ সাধারন ডায়েরীর আবেদন করেছি। আমি দ্রুত আমার মেয়ের সন্ধান চাই। কেউ সন্ধান পেলে 01727111652 মোবাইল নম্বরে যোগাযোগ করে কৃতার্থ করবেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই রিংকি  বলেন, ঐ মেয়ের মা একটি নিখোঁজ সাধারন ডায়েরী করেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
Exit mobile version