Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের ডাক-এর প্রকাশনা বন্ধ

জিগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে সর্বাধিক প্রচারিত স্থানীয় দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রকাশনা অনুমতি বাতিল করায় তা বন্ধ হয়ে গেছে। তিন মামলায় দণ্ডপ্রাপ্ত শিল্পপতি রাগিব আলীর মালিকানাধীন ছিল এই পত্রিকা। গতকাল সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার এক আদেশে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করেন। বিকালে তিনি সাংবাদিকদের প্রকাশনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে আজ থেকে আর প্রকাশিত হচ্ছে না দৈনিক সিলেটের ডাক। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন- সিলেটের ডাক পত্রিকার প্রকাশক রাগিব আলী সাজাপ্রাপ্ত হওয়ায় পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। প্রকাশক সাজাপ্রাপ্ত হলে পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে যায়। ডিক্লারেশন বাতিলের বিষয়টি সিলেটের ডাক পত্রিকার কার্যালয়ে জানানো হয়েছে। রাগিব আলী সিলেটের বিশিষ্ট শিল্পপতি। দেবোত্তর সম্পত্তি বন্দোবস্তের নামে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার রায়ে গত ২রা ফেব্রুয়ারি রাগিব আলী ও তার ছেলেকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত।
গতকাল সন্ধ্যায় পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক জানিয়েছেন- পত্রিকা কর্তৃপক্ষ গতকাল জেলা প্রশাসকের চিঠি পেয়েছেন। তারা এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন। তিনি জানান- ইতিমধ্যে পত্রিকার ডিক্লারেশন বর্তমান ইনচার্জ আবদুল হান্নানের নামে দেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর নিয়ম মতো একটি আবেদন করা হয়েছে। মধুবন মার্কেট থেকে প্রকাশিত সিলেটের ডাক সিলেটে স্থানীয় দৈনিকগুলোর মধ্যে সর্বাধিক প্রচারিত এবং জনপ্রিয় দৈনিক। রাগিব আলী গ্রেপ্তার হওয়ার পর থেকে পত্রিকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। এ নিয়ে পত্রিকাটির কর্মীরাও আতঙ্কে ছিলেন।

Exit mobile version