Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের যেসব ছাত্রনেতা এবার কারাগারে ঈদ করবেন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। তবে এ খুশি নেই কারাবন্দি ছাত্রনেতাদের পরিবার পরিজনদের মাঝে। অনেক ছাত্রনেতারা আবার ১ বছরেরও বেশি সময় ধরে আটক আছেন কারাগারে। আর ঈদও করবেন তারা সেখানেই আটকাবস্থায়।

বিভিন্ন মামলায় গ্রেফতার থাকা সিলেটের প্রায় ২০-২৫ জন ছাত্রনেতা এবার ঈদ করবেন কারাগারে। ছাত্রদল-ছাত্রলীগ উভয় দলের ছাত্রনেতারা রয়েছেন কারাগারে। তাদের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, টিলাগড় এলাকার ছাত্রলীগ নেতা রকি, পংকী, সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগর, আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ ও ময়নুল ইসলামসহ আরো কয়েকজন।

অপর দিকে ছাত্রদল নেতাদের মধ্যে কারগারে ঈদ করবেন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আফছর খান, সিলেট মহানগর ছাত্রদল নেতা রাইসুল ইসলাম সানী, মেহেদী হাসান শপু, কাওসার আহমদ, আকরাম আহমদসহ প্রায় ১৫-২০ জন।

হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-কমিউনিস্ট পার্টির জনসভায় হামলা ও সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী নজরুল ইসলামকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কলেজের জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

টিলাগড়ের ছাত্রলীগ নেতা রকি ও পংকী খাদিম নগর এলাকার একটি হত্যা মামলায় কারাগারে আছেন। সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগর, আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ ও ময়নুল ইসলাম প্র্যত্যেকেই ছাত্রলীগ নেতা কাজী হাবিব খুনের ঘটনায় কারাগারে রিয়েছেন।

আর ছাত্রদল নেতা রাইসুল ইসলাম সানী, মেহেদী হাসান শপু, কাওসার আহমদ, আকরাম আহমদসহ কারাগারে থাকা প্রায় ১৫-২০ জন প্রত্যেকের বিরুদ্ধেই বিগত দিনের আন্দোলন সংগ্রামে নানা নাশকতার মামলা রয়েছে।

Exit mobile version