1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

সিলেটে আন্দোলনকারী শ্রমিকদের হামলায় গাড়ি ভাঙচুর

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণ অনশন ও অবস্থান কর্মসূচি চলছে।

তারা কোম্পানীগঞ্জ উপজেলায় ৪টি গাড়ি ভাঙচুর করেছেন।

আজ মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ-টুকেরবাজার প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণ অনশন ও অবস্থান কর্মসূচি আজ ২য় দিনের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সকল বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে অনুষ্টিত হয়। এখানে দীর্ঘ ৫ ঘন্টার কর্মসূচি শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে এসে লাটি-সোটা, বাশ,  বিভিন্ন ধরনের দেশীয় অস্র নিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন বাস, ২টি প্রাইভেট কার, ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন। এসময় আন্দোলনকারীরা সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে দীর্ঘ দেড় ঘন্টা অবস্থান নেন।

পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারী ২জনকে আটক করে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট সেনাবাহিনীর ২টি প্লাটুন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

উল্লেখ্য, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণ অনশন ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ ২য় দিন মঙ্গলবার (১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় ২য় দিনের মতো গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন নেতৃবৃন্দরা।

 

সিলেটের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও ট্রাক শ্রমিকদের হয়রানি ও সকল ক্রাশার মালিকদেরকে ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ মিটার পূণরায় ফেরত দেওয়ার দাবীতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com