জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তার বাবা।
শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের।
নিহত রিমন আহমদ (২০) ওই গ্রামের ইছরাব আলীর বড় ছেলে। রিমন পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রিমনের চাচাতো ভাই বদরুলের সঙ্গে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে একই গ্রামের মজির উদ্দিনের ছেলে সাদিকের বিরোধ চলছিল।
এর জেরে সাদিক শুক্রবার সকালে বদরুলের মোটরসাইকেলটি নিয়ে বাড়িতে আটকে রাখেন। বদরুল তার মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে গেলে তাদের দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়।
এসময় রিমন চাচাতো ভাই বদরুলের পক্ষ হয়ে কথা বললে সাদিকসহ তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে। তাদের ছুরিকাঘাতে রিমন ও তার বাবা আহত হয়।
ওসি নাসের আরও বলেন, গুরুতর আহত রিমন ও তার বাবা ইছরাব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইছরাব আলী বাদী হয়ে থানায় ছয় জনের নামসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
তিনি আরও বলেন, “আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
সুত্র বিডিনিউজ.কম