সিলেটে ট্রেন লাইনচ্যুত/ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
Update Time :
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র-কালের কণ্ঠ