1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে নির্মম নির্যাতনের ঘটনায় নিহত শিশু রাজন হত্যার বিচার শুরু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

সিলেটে নির্মম নির্যাতনের ঘটনায় নিহত শিশু রাজন হত্যার বিচার শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৭০২ Time View

সিলেট প্রতিনিধি:: সিলেটে পৈশাচিক নির্যাতনে শিশু রাজন হত্যা মামলার বিচার আজ বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে মামলার ১৩ আসামির মধ্যে ১০ জনকে মহানগর দায়রা জজ মো.আকবর হোসেন মৃধার আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গন ছিল লোকারণ্য। উপস্থিত জনতা তখন ‘ফাঁসি চাই ফাঁসি চাই’ শ্লোগান দেন। মামলার মোট ৩৮ সাক্ষীর মধ্যে বিচারের শুরুতে আজ প্রথমে সাক্ষ্য নেয়া হয় আলোচিত এই হত্যা মামলার বাদী ও অনিয়মের দায়ে বহিষ্কৃত এসআই আমিনুল ইসলামের। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয় রাজনের পিতা শেখ আজিজুল ইসলামের । সাক্ষ্য দানের আগ মুহূর্তে রাজনের পিতা যুগান্তরকে জানান, রাজনের মা লুবনা আক্তার আজ সাক্ষ্য দেয়ার কথা থাকলেও তিনি অসুস্থ। তাই তিনি পরে সাক্ষ্য দেবেন। আদালত সুত্র জানায়, এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামি ১, ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন বিচারক। এর আগে গত ২২ সেপ্টেম্বর একই আদালতের বিচারক চাঞ্চল্যকর এই হত্যা মামলায় সৌদি-আরবে আটক কামরুলসহ ১৩ আসামির বিরুদ্ধে ৩০২/২০১/৩৪ ধারায় চার্জ গঠন করেন। এরমধ্যে সৌদি-আরবে আটক কামরুল ইসলাম ছাড়াও অপর দুই আসামি শামীম আলম ও পাভেল ইসলামকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com