Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে ২৪ লাখ টাকার চেক প্রদান

সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বাহিরে বোমা বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে পরিবারকে ২৪ লাখ করে ৪৮ লাখ টাকার অনুদান দিয়েছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ অনুদান তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

সাম্প্রতিককালে দেশব্যাপী জঙ্গি দমন অপারেশনে নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা দিতেই এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রদানকৃত অনুদানের মধ্যে ২০ লাখ করে দুই পরিবারকে ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার। এছাড়াও সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তাঁদের পরিবারের হাতে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ সময় আহত আরো সাত পুলিশ সদস্যকে অনুদান দেওয়া হয়।

নিহত পুলিশ আবু কয়ছর চৌধুরী (আদালত পরিদর্শক) এর স্ত্রী ছায়রা ফারহান চৌধুরী লোপাকে ২৪ লাখ টাকা এবং নিহত পুলিশ মো. মনিরুল ইসলাম ওসি (তদন্ত) এর স্ত্রী পারভিন আক্তারকে ১২ লাখ ও তার মা ফিরোজা খানমকে ১২ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন আইজি।

Exit mobile version