Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, গুলি: আটক ২০

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের কাজিরবাজারে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল কর্মসূচি পন্ড করে দিয়েছে ‍পুলিশ । এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ্য করে ছাত্রদল নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে। পরে কাজিরবাজার ও আশপাশের এলাকা থেকে অন্তত ২০ জন ছাত্রদল নেতাকর্মীকে আটক করা হয়।
শনিবার বিকেল ৩টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এসে বাধা দেয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কারান্তরিণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য কাজিরবাজার এলাকায় জড়ো হয়েছিলেন।
এসময় সিলেট কোতোয়ালি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক কেড়ে নেয় এবং অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করে।
এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা হামলার চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়ে।
অন্যদিকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পুলিশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসার ভিতর থেকেও কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, রাহিয়ান চৌধুরী রাহি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা তপু আহমদ খান। অন্যদের নাম ঠিকানা জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আনোয়ারা বেগম ও এসআই অনুপ কুমার চৌধুরী।
এ ব্যাপারে বিস্তারিত জানতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের মোবাইল ফোনে কয়েকবার কল দেয়া হলেও তার ফোন রিসিভ হয়নি।

Exit mobile version