জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট মহানগরীর মজুমদারপাড়া এলাকায় বন্ধুর হতে ছুরিকাঘাতের শিকার হয়েছে জুয়েল মিয়া (২৮) নামের এক যুবক। বুধবার (১১ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।
আহত জুয়েল নেত্রকোনা জেলার, মদন থানাধীন পাড়পুর এলাকার এলাহী নেওয়াজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বন্ধু মোজাম্মেল হোসেনের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে জুয়েলকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।