Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

সিলেট প্রতিনিধি:: সিলেটে বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন(বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় দিবসটি পালিত হয়। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের কার্যালয়ের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিডিইআরএম’র জেলা শাখার সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজু রবিদাসের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা নারী মুক্তি সংসদের সভানেত্রী ইন্দ্রানী সেন সম্পা, সিলেট জেলা হিন্দু মহাজোটের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলির সদস্য মো: লুৎফুর রহমান মোল্লা, এম অনুর চৌধুরী, শাহনাজ বেগম, মো: কমান্ডার দুলাল মিয়া, আবু রবি দাস, মতিলাল বাল্মীকী, সুজনলাল, রতনলাল, শুভলাল, প্রচার সম্পাদক, রাম প্রসাদ ঋষি, মো: হারুন মিয়া, মো: ছুরাব মিয়া, অমৃত লাল ঋষি, পদ্দা রাণী ঋষি, শোভাষী রাণী ঋষি, কার্তিক রবি দাস, রতন রবি দাস, স্বজল রবি দাস, সাহিদা বেগম, সুফিয়া বেগম, মনি রবি দাস, দেবু রবি দাস, বিপুল রবি দাস, প্রকাশ ঋষি, বাবুল ঋষি, বাজুলাল ডোমার, বিক্রমলাল, সামির ঋষি, শ্যামল বাশঁফড় ও নানকা রবি দাস। সমাবেশে বক্তারা, অবিলম্বে আইন কমিশন সুপারিশ কৃত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ণ করতে হবে। এছাড়া সিলেট শহর, শহরতলীতে, বসবাসরত্ব দরিদ্র দলিত, হরিজন, ঋষি, রবিদাস ও মুসলিম সম্প্রদায়ের ছিন্নমূল ভুমিহীনদের মাথা গুজাঁর ঠাই করে দেওয়ার জন্য দেশরতœ প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সিলেটের অভিভাবক অর্থমন্ত্রী, আবুল মাল আব্দুল মুহিতের হস্থক্ষেপ কামনা করা হয়। বক্তারা সুনামগঞ্জের দলিত যুবক বিশ্বজিৎ চৌহান, সিলেটে বিপ্লব রায় বিকল হত্যা ও জকিগঞ্জের রাম দয়াল রবি দাস হত্যার চেষ্টা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Exit mobile version