Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে ভাতিজা হত্যা মামলায় চাচি আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলায় দেড় মাসের শিশু হত্যা মামলার প্রধান আসামি সুমনা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমনা বেগম কানাইঘাট বড় চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী ও নিহত শিশুর চাচি।

রোববার নগরীর কদমতলী বাস টার্মিনালের হানিফ কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহম্মেদকে বিষ খাইয়ে হত্যা করা হয়। নিহত শিশুর মা সুমী বেগমের অভিযোগ, তার জা সুমনা বেগম কীটনাশক খাইয়ে তার শিশুকে হত্যা করেছেন।

মুমূর্ষু অবস্থায় শিশু নাদিমকে তার মা ও স্বজনরা কানাইঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অত্মগোপনে ছিলেন সুমনা।

Exit mobile version