Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে সংঘর্ষের ঘটনায় পুলিশকেই দোষলেন ছাত্রলীগ সেক্রেটারি জাকির

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: সোমবার রাতে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যরাই ‘দোষী’ বলে দাবি করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ঘটনার বিষয়ে তার মতামতের জন্য সিলেটভিউ২৪ডটকম’র পক্ষ থেকে যোগাযোগের প্রেক্ষিতে এমন দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতারা হযরত শাহজালালের ওরসে যাবার সময় পুলিশ তাদের বাধা দিয়ে লাঞ্ছিত করে। তারপর পুলিশই প্রথম ছাত্রলীগের উপর আঘাত করে। এরপর সাধারণ মানুষ ও ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।’

তিনি বলেন, সোমবার রাতে ঘটা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সম্পূর্ণ বিবরণ তিনি সিলেটের স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে জেনেছেন। এ ঘটনায় ছাত্রলীগের কোন দোষ নেই বলে দাবি করেন তিনি।

জাকির আরো বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক। পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নামে মানুষকে জিম্মি করে রাখবে, যা ইচ্ছা তাই করবে, এসব তো মেনে নেওয়া যায় না।’

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে সিলেট মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আসল হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের যাতে হয়রানি করা না হয়।’

প্রসঙ্গত, সোমবার রাতে আম্বরখানায় পুলিশের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের উপ-পরিদর্শক শাহীন, সহকারি উপ-পরিদর্শক আজিজ, ফরহাদ ও কনস্টেবল আব্বাসসহ ৬ পুলিশ সদস্য আহত হন। রাতেই উপ-পরিদর্শক শাহীন বাদী হয়ে কোতোয়ালী থানায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাসুদ কামাল সুফিসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাসল্ট মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেফতার করার পর কারাগারে প্রেরণ করেছে।

Exit mobile version