Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট ক্যামব্রিয়ান কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

সিলেট নগরীর সুবিদ বাজারস্থ সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের আয়োজনে সিলেট ক্যামব্রিয়ান কলেজের ২০১৭ সালের একাদশ শ্রেণির নবীন বরণ ১৬ জুলাই রবিবার সকাল ১১.০০ টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে ও একাদশ শ্রেণির শিক্ষার্থী হাফসা আক্তারের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, বাংলা বিভাগের প্রভাষক মির্জ বশির আহমদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিশন দত্ত, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রেফা বেগম, প্রভাষক আয়েশা জামিলা, ইংরেজী বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ তরফদার, প্রভাষক মাহবুবা বেগম, প্রভাষক মবরুর আহমদ সাজু, প্রশাসনিক কর্মকর্তা মারজান চৌধুরী, শিক্ষক জামাল হোসাইন, রীমা রায়,
একাদশ শ্রেণির শিক্ষার্থী সোয়েব আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান শতাব্দি, আলী হোসেন তানভির, আমীন আহমদ জয়, একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ জুবেদ আলী প্রমূখ।
সভাপতির বক্তব্যে এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সুশিক্ষার কোন বিকল্প নাই। কলেজের লক্ষ্য জ্ঞানের বিকাশ, জ্ঞান চর্চা এবং নতুন জ্ঞান তৈরি করা। কলেজ হলো জ্ঞানের শক্তির জায়গা। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা নবীন, তোমরা তরুণ, তোমরা জয়ধ্বনি করবে জ্ঞানের শক্তি দিয়ে। তোমাদেরকে জ্ঞানের মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version