Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট জেলা ছাত্রলীগের ৬০ থেকে ৮০ দশকের সাবেক ছাত্র নেতাদের নিয়ে পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটি গঠন

সিলেট সংবাদদাতা:: সিলেটের দক্ষিণ সুরমা পিরোজপুরস্থ সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন লালার বাসভবনে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। ৬০ থেকে ৮০ দশকের বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বর’-এর মধ্যে বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ৩ দিনের এক পুনর্মিলনী উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পুনর্মিলনী উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সকল কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃেন্দর উপস্থিত করানোর ব্যাপারে সৈয়দ মহসিন আলী আশ্বাস দেন।
সভায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউদ্দিন লালাকে আহবায়ক করে সাবেক ছাত্রনেতাদের সদস্য করে কমিটি গঠন করা হয়। সদস্যরা হচ্ছেন সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান এডভোকেট, সাবেক ছাত্রনেতা শাহ মোদাব্বির আলী এডভোকেট, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত চৌধুরী এডভোকেট, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ নেত্রী ও প্রাক্তন এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবরুল হোসেন বাবুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হোসেন, সিলেট সদর মহকুমা ছাত্রলীগের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, সাবেক ছাত্রনেতা ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ শোবক রাজা চৌধুরী, সাবেক ছাত্রনেতা দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাবেক ছাত্রনেতা মখলিছুর রহমান, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহেদ বখত, সাবেক ছাত্রনেতা এনামূল গণি, সাবেক ছাত্রনেতা আব্দুর রকিব চৌধুরী, সাবেক ছাত্রনেতা তেরাব উদ্দিন নাজিম, সাবেক ছাত্রনেতা আহবাব চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক পুকন, সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বেলাল আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইয়াবর বখত চৌধুরী, সাবেক ছাত্রনেতা তাসকিন আহমদ দীপুসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

Exit mobile version