Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট জেলা পরিষদের ওয়ার্ড ও ভোটার তালিকায় আপত্তি

সিলেট প্রতিনিধি::সিলেট জেলা পরিষদের ওয়ার্ড সীমানা ও ভোটার করনের বিরুদ্ধে জোর আপত্তি করা হয়েছে। আপত্তি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা। গতকাল বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক ও সীমানা নির্ধারন কর্মকর্তা বরাবরে লিখিত আকারে এ আপত্তি (ডকেট নং-১০৬) জানান তিনি। আপত্তিপত্রে নাসরিন জাহান জেলা পরিষদের পুরুষ ওয়ার্ড সীমানাকে কোনমতে সঠিক মনে করা হলেও মহিলা ওয়ার্ড সীমানা সন্তোষজনক ও বাস্তবসম্মত নন বলে জানান তিনি। এছাড়া জেলা পরিষদের ভোটার তালিকায় উপজেলা পরিষদ চেয়ারম্যন, ইউপি চেয়ারম্যান ও ইউপির পুরুষ-মহিলা সদস্য, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদেরকে অন্তর্ভুক্ত করা হলেও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়কে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক ও অপমানবোধক বলে উল্লেখ করেন তিনি। আবেদনে তিনি জেলাপরিষদের আওতাভুক্ত সকল জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আলোচাক্রমে ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়কে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। আপত্তির (আবেদনের) অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার,স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব,সিলেট-৪ আসনের এমপিসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসকের ডেসপাশ শাখা আপত্তি (আবেদন) প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা ১০৫৯ নং স্মারকে সিলেট জেলা পরিষদের মহিলা ও পুরুষ ওয়ার্ড সীমানা নির্ধারনসহ ভোটার তালিকা প্রকাশ করে। এতে উপজেলা পরিষদের কোন ভাইস চেয়ারম্যানকে ভোটার তালিকার অনর্ভুক্ত করা হয়নি। ফলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগন এটাকে চরম অপমান বোধ করছেন।

Exit mobile version