Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট জেলা পরিষদের সদস্য হলেন যারা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১০টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ৫টি ওয়ার্ডের নির্বাচন আইনী জটিলতায় স্থগিত রয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বেলা ২টায়।

ঘোষিত ফল অনুযায়ী যারা সদস্য নির্বাচিত হয়েছেন তাদের ফলাফল নিচে দেওয়া হল। তবে ১০টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডের সদস্য পদের দুইজনের প্রাপ্ত ভোট সমান হওয়ায় ফল ঘোষণা করা হয়নি।

১ নং ওয়ার্ড- সদস্য পদে ভোট স্থগিত।

২ নং ওয়ার্ড- সর্বোচ্চ ১৭ ভোট পেয়েছেন দুই প্রার্থী। তারা হচ্ছেন গোলাম কিবরিয়া হিরা মিয়া (টিউবওয়েল) ও মো.মতিউর রহমান (হাতি)।তাদের দুজনের সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়নি। ওয়ার্ডের ভোটার সংখ্যা ৭৪। এই ওয়ার্ডে নয়জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন।

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, বরইকান্দি, তেতলি, কুচাই, সিলাম, লালাবাজার ও কামালবাজার ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ।

৩ নং ওয়ার্ড- সদস্য পদে ভোট স্থগিত।

৪ নং ওয়ার্ড- জৈন্তাপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত এই ওয়ার্ডে মুহিবুল হক তালা প্রতিকে সর্বোচ্চ ….. ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৫ নং ওয়ার্ড- গোয়াইনঘাট উপজেলার সবকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন মো. শাহপরান।

৬ নং ওয়ার্ড- কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন।

Exit mobile version