Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজে মানব বন্ধন

সিলেট প্রতিনিধি:: অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবীকে অগ্রহ্য করে শিক্ষা ক্যাডারের বেতন স্কেল ও পদ অবনমনের প্রতিবাদে বুধবার দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বেলা ১টায় সিলেট সরকারী টিচার টেনিং কলেজের সম্মুখ সড়কে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যেগে এক মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তারা বলেন, ১০ অক্টোবরের দাবী পূরণ না হলে আগামী ১৩ ও ১৪ অক্টোবর মঙ্গল ও বুধবার সকল সরকারী কলেজ বাণিজ্যিক কলেজ, শিক্ষক প্রশিক্ষন কলেজ সরকারী আলীয়া মদ্রাসায় পূর্ণ দিবস ক্লাস বর্জন করা হবে। সরকারী টিচার ট্রেনিং কলেজের অধক্ষ প্রফেসর মো: শৌকত আলীর সভাপতিত্বে সহযোগী অধ্যাপক মো: আরিফ হাসন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন উপাধক্ষ্য চৌধুরী মামুন আকবর, সহযোগী অধ্যাপক মো: শামসুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: আবুল বাশার, সহকারী অধ্যাপক অব্দুল্লা আল মাহমুদ, সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক ড: মো: দিদার চৌধুরী, সহকারী অধ্যাপক মো: সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক হাবীবা খাতুন, প্রভাষক, মনিরুজ্জামান, প্রভাষক, নিরঞ্জন চন্দ্র ভৌমিক, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক রিজওয়ানুল হক প্রমুখ। বক্তারা বলেন শিক্ষা ক্যাডারের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পদ ১ নম্বর গ্রেডে উন্নীত করেন। যদিও প্রায় দেড় বছরে এটি বাস্তবায়িত হয়নি। বর্তমানে ১৫,২৪৬ সদস্য বিশিষ্ট শিক্ষা ক্যাডারের নায়েমের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও কলেজের অধ্যক্ষের পদ ১ নং গ্রেডে উন্নীত করতে হবে। ১নং গ্রেডের সাথে সংগতি রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নয়েম, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকের পদসমূহ, অর্নাস/মাষ্টার্স কলেজের উপাধ্যক্ষ পদ, শিক্ষা বোর্ডসমূহের সচিব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য পদসমূহ ২নং গ্রেডে উন্নীত করতে হবে। ২ নং গ্রেডে সিনিয়র অধ্যাপকের পদ প্রতিটি অনার্স মাস্টার্স বিভাগে ২য় গ্রেডের একজন সিনিয়র অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে। ১৯৮৪ সনে এনাম কমিশন, ১৯৮৭ সনের সচিজব কমিটি এর সুপারিশ অনুযায়ী অধ্যাপক পদ এবং ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদ ৩য় গ্রেডে উন্নীত করতে হবে। ১৯৮৪ সনের এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা ক্যাডারের মত সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদ ৪র্থ গ্রেডে উন্নীত করতে হবে। ৮ম জতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে। অন্যান্য ক্যাডারের পদের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ গাড়ি ক্রয়ের ঋন ও রক্ষনাবেক্ষনের ভাতা সহ সকল ক্যাডারের সঙ্গে সমতাপূর্ণ সুবিধা দিতে হবে।

Exit mobile version