Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের খবরের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান রোববার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দৈনিক সুনামগঞ্জের খবরের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী রোববার (৩০ জুলাই)। বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমী’র হাছনরাজা মিলনায়তনে জাতীয়সঙ্গীত ও গণসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সুধী সমাবেশ। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান
ড. মোহাম্মদ সাদিক, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মরতুজা আহমদ।
অনুষ্ঠানে জেলার ১০ শিক্ষার্থীকে ‘শিক্ষাসংগ্রামী সম্মাননা’ প্রদান করা হবে। শিক্ষাসংগ্রামী সম্মাননা যাদের দেওয়া হবে এরা হলো- ধর্মপাশার সেলবরস ইউনিয়নের কামিয়াম গ্রামের সায়মা জাহান ফনি, দক্ষিণ সুনামগঞ্জের উজানীগাঁও গ্রামের মাহবুব আলম, দিরাই পৌর এলাকার শুকুরনগর গ্রামের পিনু বৈষ্ণব,
ও সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের অমিত দাস, বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর গ্রামের নূর মোহাম্মদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের ঝলক দাস, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া এলাকার প্রণব দাস, সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামের কবির হোসেন, হাছনবাহার গ্রামের কামরান আহমদ এবং সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকার অনীক পাল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমেরিকা প্রবাসী সাংবাদিক অ্যাডভোকেট রণেন্দ্র তালুকদার পিংকু’র সৌজন্যে দৈনিক সুনামগঞ্জের খবরের এ বছরের সেরা প্রতিনিধি পুরস্কার দেওয়া হবে। এ বছর সেরা প্রতিনিধি মনোনীত হয়েছেন- পত্রিকার জগন্নাথপুর অফিস প্রধান অমিত দেব ও জগন্নাথপুর প্রতিনিধি আলী আহমদ।
এয়ারলিংক স্যাটেলাইটের সৌজনৌ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে শহর এবং শহরতলিতে।

Exit mobile version