জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেওয়ার অপরাধে রফিকুল চৌধুরী বাচ্চু নামে এক আওয়ামী লীগ নেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রফিকুল বারী চৌধুরী বাচ্চু সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ মুরাদের সমর্থক। সোমবার সন্ধ্যা ৬টায় রফিকুল চৌধুরী বাচ্চুর কাছ থেকে ভ্রাম্যমান আদালতের ওই জরিমানার টাকা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে রফিকুল চৌধুরী বাচ্চুকে জরিমানা করার পাশাপাশি আরেক সমর্থক সেলিম আহমদকে ডেকে সতর্ক করা হয়।