Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার-
দৈনিক আমাদেরসময়-এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের খবর এর সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমাদেরসময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সজীব রঞ্জন দাশ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের সময়ের
সম্পাদক সেলিম আহমদ তালুকদার ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল। আলোচনা সভার পর প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিগণ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজান চৌধুরী, এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, বাংলা নিউজ২৪.কমের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, দৈনিক সিলেট বাণীর জেলা প্রতিনিধি মাসুক আহমদ, ঢাকা বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সিলেটের দিনরাতের জেলা শুভেন্দু শেখর দাস,দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি বিপ্লব রায়, খেলাঘরের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সংস্কৃতিকর্মী প্রদীপ কুমার পাল নিতাই, নাট্যকর্মী রাজীব দাস, দৈনিক সুনামগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান, শহীদ নূর আহমদ, আল-আমিন, যুবলীগ নেতা মিল্টন পুরকায়স্থ, ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, ছাত্র ইনিয়নের নেতা দুর্যোধন দাস, পুলক তালুকদার, প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয় প্রমুখ।
বক্তরা বলেন, দৈনিক আমাদেরসময় প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্টতা বজায় রেখে ছোট করে বেশি সংবাদ পরিবেশন করে আসছে। দৈনিক আমাদেরসময়ই বাংলাদেশে প্রথম ছোট সংবাদ পরিবেশনের ধারা চালু করে। আমাদেরসময়ের ছোট সংবাদের কৌশল এখন বেশি পৃষ্ঠার দৈনিক পত্রিকাগুলোও প্রয়োগ করছে। কম পৃষ্ঠায় বেশি সংবাদের পত্রিকা আমাদেরসময়। পত্রিকাটি শুরু থেকে কাগজের পাশাপাশি অনলাইন প্রকাশনায় জনপ্রিয়তা ধরে রেখে বহুল পাঠকের কাছে এখনও সমাদৃত।’

Exit mobile version