Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৬ মাসের জেল

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক বখাটেকে ৬মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

কারাদন্ড প্রাপ্ত যুবককের নাম মাইনদ্দীন (২৫)। সে জেলার পৌর শহরের হাছননগরের আপ্তাবনগর মহল্লার গিয়াস উদ্দিনের ছেলে।

বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভুমি) বিশ্বজিৎ দেব প্যানাল কোডের ৫০৯ ধারায় মাইনুদ্দিন কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের রায় প্রদান করেন।

সদর মডেল থানার ওসি মো. সহীদুল্লাহ বখাটে মাইনুদ্দীনকে সাজা প্রদানের বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেন।

পুলিশ ও হয়রানীর শিকার স্কুল ছাত্রীর পরিবার জানান , পৌর শহরের হাছননগরের বাসা থেকে ১০ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী প্রতিদিন শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই এলাকার মাইনুদ্দীন নানা ভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিলো।

বিষয়টি সদর মডেল থানায় অভিযোগ করা হলে বুধবার বেলা ৩টায় স্কুল ছাত্রী বাসায় ফেরার পথে মাইনুদ্দীন ফের রাস্তায় ঐ স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করলে থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বুধবার রাতে বলেন, ইভটিজার, বখাটেপনা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম , নারী ও শিশু নির্যাতন সহ যে কোন অপরাধীদের প্রতিহত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

Exit mobile version