Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ঐক্যফ্রন্টের ৫ প্রার্থী প্রত্যাখ্যান করলেন ফলাফল

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ৫টি আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ৫ প্রার্থী ফলাফল প্রত্যাখান করে আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন যেতে চাননা বলে জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জের ৫টি আসনের জাতীয় ঐক্যফ্রন্ট এর ৫ প্রার্থী সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানিয়েছেন। সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়ার বাসভবনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের ৫টি আসনে ঐক্যফ্রন্টের ৫ জন প্রার্থীই উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন, গত ৩০ ডিসেম্বরের আগের দিন রাত থেকেই প্রশাসনের সহায়তা ভোটবাক্স ব্যালট পেপারে ভর্তি করেছিল। মানুষ ভোট দিতে পারেনি। তবে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেছেন। ঐক্যফ্রন্ট প্রার্থীরা আগামীতে নির্দলীয় সরকারের অধীনে সকল নির্বাচনের আহ্বান জানান। ভোটের আগের দিন রাতেই ৩০-৪০ ভাগ ভোট পৃথক বাক্সে রাখা হয়েছিল বলে তাদের অভিযোগ।
সংবাদ সম্মেলনে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version