1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চাচাকে হত্যার ঘটনায় ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত (১ম) এর বিচারক তেহসিন ইফতেখার এই রায় দেন। রায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্র পক্ষে এই মামলা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১ম) এর পিপি অ্যাড. শেরেনুর আলী এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী অ্যাড. মোহাম্মদ নাজিম কয়েস আজাদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ জুন মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটায় শুক্কুর আলী মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে ফেরার পথে ভাতিজা সালাহ উদ্দিন পূর্ব পরিকল্পিত আক্রমনের শিকার হন। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশগাঁও গ্রামের আব্দুল আজিজ’র ছেলে সালাহ উদ্দিনের চাকুর আঘাতে ঘটনাস্থলেই শুক্কুর আলী মাটিতে লুটে পড়েন। এসময় শুক্কুর আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছা. সরুফা বেগম বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় মঙ্গলবার আসামী সালাহ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com