Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে তিন গ্রুপে বিভক্ত হয়ে জেল হত্যা দিবস পালন করেছে আ,লীগ

স্টাফ রিপোর্টার ::
চার দশক আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটি সুনামগঞ্জে পালন করেছে আ.লীগ। তবে এককভাবে নয়, তিন গ্রুপে বিভক্ত হয়ে জেল হত্যা দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে শুক্রবার আ.লীগ ছাড়াও অঙ্গ সংগঠনগুলোও নানা কর্মসূচি হাতে নেয়। এতো দিন শহরে দুই গ্রুপে বিভক্ত হয়ে আ.লীগ নেতা-কর্মীরা কর্মসূচি পালন করলেও এবার তা দাঁড়িয়েছে তিনটিতে।
আ.লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ূব বখত জগলুলের ‘ব্যবস্থাপনায়’ পৌর আ.লীগের ব্যানারে শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভা চত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, শাহ আবু তারেক, অ্যাড. আক্তারুজ্জামান আহমদ সেলিম, মো. এহসান, নবনী দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার প্রমুখ।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বাধীন গ্রুপ শহরের উকিলপাড়ার শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনায় সভার আয়োজন করে। এতে জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি আসেননি। তবে ব্যারিস্টার ইমন উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও এই গ্রুপের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, অ্যাডভোকেট রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, আ.লীগ নেতা করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট-এর নেতৃত্বাধীন গ্রুপ শুক্রবার সন্ধ্যায় রমিজ বিপণিস্থ আ.লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। উপস্থিত ছিলেন সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, অ্যাড. আব্দুল করিম, শংকর চন্দ্র দাস, অমল কর, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর, যুবলীগ নেতা সীতেশ তালুকদার মঞ্জু।
এদিকে আয়ূব বখত জগলুল ও নূরুল হুদা মুকুটের নেতৃত্বাধীন গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করার বিষয়টি গতকাল ছিল নেতা-কর্মীদের মুখেমুখে। জেলা পরিষদ নির্বাচনের আগে ও পরে এই দুই প্রভাবশালী নেতাকে একত্রে কর্মসূচি পালন করতে দেখা গিয়েছিল। নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন আছে, জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদ নিয়ে দুই নেতার মধ্যে কিছুটা মনস্তাত্বিক দ্বন্দ্ব চলছে।

Exit mobile version