Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে দলিল লেখক মতিন হত্যা মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি:সুনামগঞ্জ পৌর শহর থেকে তাহিরপুরের দলিল লেখক আবদুল মতিন হত্যা মামলার এক পলাতক আসামীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম দুলাল মিয়া ওরফে দেলোয়ার হোসেন। সে জেলার তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের বারহাল(চন্দ্রপুর) গ্রামের সামসু মিয়ার ছেলে। পৌর শহরের একটি খাবারের হোটেল থেকে বের হওয়ার সময় গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে ডিবি পুলিশ দুলালকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের হাজি আহমদ আলীর ছেলে দলিল লেখক আবদুল মতিনকে চলতি বছরের ২৭ মে সজনা গাছের ঢাল কাঁটাকে কেন্দ্র করে তারই চাচা আবদুল হাসিম, চাচাতো ভাই ইসমাঈল হোসেন ও তাদের স্বজনারা সংঘবদ্ধ হয়ে বেধরক ভাবে পিঠিয়ে রক্তার্থ জখম করে। এ ঘটনায় মতিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সে মৃত্যু বরণ করে। নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে আবদুল হাসিম সহ ৮ জনের বিরুদ্ধে ২৯ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হানিফ জানান, মতিন হত্যামামলায় এজাহারভুক্ত পলাতক আসামী দুলালকে গোপন সংবাদের ভিক্তেতে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম ডিবি পুলিশের সহযোগীতায় মঙ্গলবার গ্রেফতার করেছেন।

Exit mobile version