Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বৈকালিক শিক্ষাকেন্দ্রের শিক্ষিকাদের সাথে উর্ধতন কর্মকর্তাদের মত বিনিময়

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বৈকালিক শিক্ষাকেন্দ্রের শিক্ষিকাদের সাথে উর্ধতন কর্মকর্তাদের মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর প্রোগ্রাম ডেভেলাপমেন্ট অফিসার আনোয়ারুল হক আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদক্ষেপ প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক হাসানুর রহমান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল। পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বেরীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা খাতুন,ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাদল হোসেন,স্বাস্থ্য সহকারী সুলতান মাহমুদ,জাহিদ হাসান,এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান, শিক্ষা কর্মসুচির এসডিও মোঃ আলমগীর হোসেন ও আব্দুর রহীমসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষিকাগণ। প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ এর প্রোগ্রাম ডেভেলাপমেন্ট অফিসার আনোয়ারুল হক আনোয়ার বলেন,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে পাল্লা দিয়ে শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বৈকালিক শিক্ষাকেন্দ্র। শুধুমাত্র ঝড়ে পড়া শিশুরাই নয় দরিদ্র পরিবারের সকল শিশুরাই এখন একেন্দ্রের শিক্ষা পদ্ধতির উপর বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য,স্যানিটেশন ও কৃষি খাতকে সমান গুরুত্ব দিয়ে-সমন্বিত উন্নয়ন কৌশল গ্রহনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও মানুষকে স্বাবলম্বী করার পূর্ব পর্যন্ত পদক্ষেপ ও পিকেএসএফ একযোগে কাজ করে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে পদক্ষেপ প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক হাসানুর রহমান বলেন, কুশিক্ষা কুপরিবেশ ও ক্যুশাসন শিক্ষা নয় জানাকে মানায় পরিণত করার নামই শিক্ষা। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আমাদের শিক্ষিকাদের মৌল মানবিক গুনাবলী বিকাশের মাধ্যমে মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই মাতৃশিক্ষার পাশাপাশি সুশিক্ষা সুশাসন ও সুপরিবেশ গড়ে তুলতে হবে। সাংবাদিক বাউল আল-হেলাল তার বক্তৃতায় বাউল কামাল পাশা রচিত “শিক্ষার গুনে শ্রেষ্ট মানুষ হয়ে গেছে অনেকজন/শিক্ষার গুনে ভূমন্ডলে ধন্য হয় মানবজীবন”শীর্ষক গানটির উদ্বৃত্তি দিয়ে বলেন, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে,সদা সত্য কথা বলবো,মিথ্যা বলা মহাপাপ ইত্যাদি সুবচন শিখনের মাধ্যমে নৈতিক ধর্মীয় ও আত্মীক গুনাবলী অর্জনসহ সফল মানব জীবন গড়ে তোলার শিক্ষা দিয়ে পদক্ষেপ তার শিক্ষা কর্মসুচিকে আরো সম্প্রসারিতো করবে বলে আমরা বিশ্বাস করি। পরে পিকেএসএফ ও পদক্ষেপ এর কর্মকর্তারা কয়েকটি বৈকালিক শিক্ষাকেন্দ্রের শিক্ষা ব্যবস্থা সরজমিন পরিদর্শন করেন।

Exit mobile version