জগন্নাথপুর২৪ ডেস্ক::
গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও সুনামগঞ্জ পুলিশ সুপারের উত্তেজিত কথোপকথনের একটি ভিডিও বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই নিয়ে পুলিশ সুপার ও গণ-অধিকার পরিষদ নেতৃবৃন্দ পাল্টাপাল্টি একে অপরকে দোষারোপ করেছেন। গণ-অধিকার পরিষদ তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেছেন, স্যার না বলায় পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। অন্যদিকে পুলিশ সুপার বলেছেন, তারা পরিকল্পিতভাবে আমাকে উত্তেজিত করার চেষ্টা করেছে। আমি তখন বলেছি, আপনারা বেরিয়ে যান।’
জানা যায়, গণহত্যাকারীদের বিচারের দাবিতে সুনামগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দ বুধবার পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। এসময় ওই সংগঠনের নেতৃবৃন্দ এবং পুলিশ সুপারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে (বিকেলে) এই সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারের উত্তেজিত হওয়া বলা, ‘আপনি যান, আপনাকে আমার পছন্দ হয় নি, যেতে বলছি, যান না…।’ এমন ভিডিও ভাইরাল হয়। যা পরে এই সংগঠনের কর্মীদের অসংখ্য আইডি থেকে শেয়ার করা হয়। সন্ধ্যায় গণমাধ্যম কর্মীসহ সকলের কাছেই ছিল এটি আলোচনার বিষয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিওটি এক পর্যায়ে গণ-অধিকার পরিষদের নেতারা গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানেও পাঠান। ভিডিওতে শোনা যায়, পুলিশ সুপার বলছেন,‘আমি নুরুকে (গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু) বলবো। আমাকে স্যার বলার জন্য আপনাকে বলি নি। নর্মাল ভাষায় তো কথা বলা যায়। কথা বলার টোনটা ভালো হওয়া উচিত। এটা কোন ধরণের আচরণ। এতো বড় নেতা হইতে যাইয়েন না। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘আপনি যান, আপনাকে আমার পছন্দ হয়নি, যেতে বলছি, যান না….।’
পুলিশ সুপারকে বলতে শোনা যায়, ‘একটু আগে বৈষম্য বিরোধী ও ছাত্র শিবিরের পোলাপান ঘুরে গেছে। তাদের কথাবার্তা অন্যরকম ছিল। তিনি বলেন, জেলার প্রতিটা মানুষের জন্যই আমি। যে কথা বলতে পারবে না, সে কথা বলবে না।’
ওখানে বসা (পুলিশ সুপারের সামনে বসা) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এসময় তাদেরকে (গণঅধিকার কর্মীদের) উদ্দেশ্য করে বলেন, স্যার আপনার কাছে স্যার বলা আশা করেন নি। কথার মধ্যেও সম্মান প্রদর্শন করা হয়। স্যার নিজে পলিটিক্স করে এই পর্যায়ে এসেছেন। আট-নয় বছর স্যারের চাকরি ছিল না, বেতন পান নাই, গত সরকারের সময় স্যারের চেয়ে কষ্টে কে ছিল।
গণ—অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাছুম আহমেদ (যার প্রতি উত্তেজিত হয়েছিলেন পুলিশ সুপার) ওই সময় পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আমরা মিছিল করে ডিসি সাহেবের সাথে কথা বলে এসেছি। এখানে ১২ উপজেলার নেতাকমীর্রা প্রেজেন্ট। আপনাকে ফোনে সালাম দিয়ে আসসালামু আলাইকুম এসপি সাহেব বলে- আমি নিশ্চিত হতে চাইছিলাম এই নম্বরটা আপনার কিনা, এসপি সাহেব কি না। মাছুম এসময় আরও বললেন, ‘আপনি আমাকে বড় নেতা হতে যাইয়েন না বললেন, আমি বড় নেতা হলে আপনার সমস্যা….’। উত্তরে তিনি (পুলিশ সুপার) বলেন, ‘আচার আচরণ ঠিক করতে হবে।’ মাছুম বললেন, ‘আমার আচার আচরণ ঠিক আছে। আপনাকে সাহেব বললে যদি মাইন্ড করেন, তাহলে আপনাকে কি বলবো বলেন।’
এরপর পাশে থাকা গণঅধিকার পরিষদের সদর উপজেলার আহ্বায়ক মোশাহিদ মিল্টন পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বললেন, ‘আমরা হচ্ছি আপনার আর আপনি আমাদের। আমরা আপনার পাশে ও আপনাকে হৃদয়ের মনিকোটায় স্থান দিতে চাই। ওই সময় পুলিশ সুপারও স্বাভাবিক আচরণ করতে দেখা যায় ভিডিওতে।
গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দের পাঠানো আরেক ভিডিওতে শোনা যায়, পুলিশ সুপার বলছেন, ‘আজকে চাকুরি ছাড়লে বিএনপি থেকে এমপি ইলেকশন করতে পারবো।’
এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান বললেন, আমি কারও সঙ্গে কোনদিন খারাপ আচরণ করেছি, উত্তেজিত হয়েছি সুনামগঞ্জে আসার পর কেউ বলতে পারবেন না। এরা পরিকল্পিতভাবে আমাকে এসে উত্তেজিত করার চেষ্টা করেন। পরে আমি তাদেরকে বের হয়ে যেতে বলেছি।
সুত্র সুনামগঞ্জের খবর