Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে প্রতারনার মামলায় আব্দুল কাইয়ুম বজলুকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে আদালত

সুনামগঞ্জ সংবাদদাতা : প্রতারনার মামলায় আগামী ১০ দিনের মধ্যে আব্দুল কাইয়ুম বজলু নামের এক ব্যাক্তিকে আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে সুনামগঞ্জের আমল আদালত। মঙ্গলবার আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে এ নির্দেশ দেন। আব্দুল কাইয়ুম বজলু সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিননগর আবাসিক এলাকার সৈকত-৭২ নং বাসভবনের বাসিন্দা মৃত মোঃ আবুল কাহার এর পুত্র। মামলার বিবরনে প্রকাশ, গত বছরের ডিসেম্বর মাসে শহরের হাজীপাড়া আবাসিক এলাকার বসুন্দরা ২৬ নং বাসভবনের বাসিন্দা দবির আহমদ এর পুত্র ব্যাবসায়ী তানভীর আহমদের কাছ থেকে জামানত বাবত ব্যাংক চেক দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা ধার নেয় সে। পরে নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে ব্যার্থ হলে জামানতের চেকের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়ে কোন টাকা পাননি প্রতারিত তানভীর। সুনামগঞ্জ পূবালী ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজওনার করেন। পরে প্রতারিত তানভীর আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর কোর্টে তাকে আসামী করে হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় সি আর মোকদ্দমা নং ২৫৬/২০১৫ ইং (সদর) দায়ের করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট ফজলে আমীন। তৎপ্রেক্ষিতে ফৌজদারী কার্যবিধির ৮৭ ও ৮৮ ধারার বিধান মতে তার বিরুদ্ধে কার্যক্রম গ্রহন করেছে আদালত। অন্যদিকে গ্রেফতার এড়িয়ে বিচারার্থে সোপর্দ হওয়ার ভয়ে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে রয়েছেন আব্দুল কাইয়ুম বজলু।

Exit mobile version