1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:০১ অপরাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে কাজ করার সময় বজ্রপাতে ছয়  কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে ছাতকে তিনজন, দোয়ারাবাজারে দুজন এবং তাহিরপুর উপজেলায় একজন মারা গেছেন।

দোয়ারাবাজার থানার ওসি, ছাতক থানার ওসি ও তাহিরপুর থানার ওসি জানান, দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩৫) হাওরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬৫) ও চরমহল্লা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আব্দুস সামাদ হাওরে কাজ করার সময় মারা যান। তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রমজান মিয়া (১৪) হাওরে কাজ করার সময় মারা যান।

সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, হতাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আজ আবহাওয়া অধিদপ্তর সুনামগঞ্জে বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com