জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের উপজেলার চরপারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে উপজেলায় হঠাৎ ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন বাড়ির পাশের জমি থেকে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে দ্বীন ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে বজ্রপাতে নিহত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।