Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ব্যারিষ্টার ইমনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের বিভিন্ন এলাকার কয়েক হাজার বন্যার্ত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উকিলপাড়া এলাকা থেকে নৌকায় করে ত্রাণসামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে যাত্রা করেন ব্যারিস্টার ইমন। পরে বিভিন্ন উপজেলার পানিবন্দি মানুষের কাছে পৌঁছে তাঁদের হাতে খাবারসহ অন্যান্য ত্রাণ সহায়তা তোলে দেন। ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, ‘সকল দুঃসময়ে জননেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। জনগণের সেবা আর দেশের উন্নয়নে কাজ করার ব্রত নিয়ে আওয়ামী লীগ সব সময় কাজ করে যাচ্ছে। কেবল প্রচার নয়, সত্যিকারের উন্নয়ন কর্মকান্ডে অংশ নিন। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ কোন প্রকৃত মানুষ সমর্থন করতে পারে না। কারণ যে যে ধর্মেরই হোন না কেন, কারো ধর্মেই বিশৃংখলা-অশান্তি সৃষ্টির কথা বলা হয়নি। বন্যার্ত মানুষের অসহায় মুহূর্তে প্রত্যেক বিবেকবানদের এগিয়ে আসা উচিত।’
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েকটি নৌকা বোঝাই করে ত্রাণসামগ্রী নিয়ে বেশ কয়েকটি এলাকায় পৌঁছেন ব্যারিস্টার ইমন। তিনি পানিবন্দি মানুষের হাতে ত্রাণসামগ্রী তোলে দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিঞা, জেলা আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, ইশতিয়াক আহমদ শামীম, সিরাজুর রহমান সিরাজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিনা আবেদীন, অ্যাডভোকেট জুয়েল মিয়া, যুবলীগ নেতা মুসলিম মুর্শেদ, জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিব আল হাসান তপু, সহ-সম্পাদক নাজমুল হক কিরণ, এম এ আরমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আলম পিয়াল, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহ্বায়ক নূর মোহাম্মদ স্বজন, দেলোয়ার হোসেন ফরহাদ প্রমুখ।

Exit mobile version