Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বন্যা কবলিত হত দরিদ্রদের মধ্যে যুব মহিলা লীগের খাদ্য সামগ্রী বিতরণ

আল-হেলাল সুনামগঞ্জ থেকে : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হত দরিদ্র পরিবারের মধ্যে জেলা যুব মহিলা লীগ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত দুই দিন জেলা যুব মহিলা লীগের আহব্বায়ক সানজিদা নাছরিন দিনা ডায়না ও যুগ্ম আহবায়ক সাদিয়া বখত সুরভীর যৌথ উদ্যোগে প্লাবিত শহরের পৌর এলাকার হাছননগর ময়নার পয়েন্ট, মোহাম্মদপুর, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর ও টুকের গাঁও এলাকায় প্রায় ৫ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনাতনগর ও টুকের গাঁও ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ জাহানারা বেগম, যুব মহিলা লীগের সুয়েফা বেগম, জোৎ¯œা বেগম, শিরিনা বেগম ও মানবাধিকারকর্মী কেএম শহীদুল ইসলাম প্রমুখ। আগামী ৩০ জুলাই পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ চলবে বলে জানান আহ্বায়ক ডায়না। প্রায় এক হাজার পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরন করেন তারা। খাদ্য বিতরনকালে নেতৃবৃন্দরা বলেন,সকলের সহযোগীতায় সর্বস্তরের বন্যা কবলিত মানুষের পাশে আছি সুখে দুঃখে থাকবো। আসুন আমরা সকলে মিলে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়াই। যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগীতা করি। অসহায় সুনামগঞ্জের বন্যা কবলিত পরিবারের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবাণ জানান তারা।

Exit mobile version