Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বর্ষার পানিতে নৌকা ডুবে তিন ভাই বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে বাড়ি থেকে সড়কে আসার পথে নৌকু ডুবে গিয়ে আপন তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার তিন সন্তান তন্নি বেগম (১২), তান্নি বেগম (৮) ও ছেলে রবিউল ইসলাম (৩) বাড়ি থেকে সড়কে নৌকা দিয়ে আসতে চাইলে হাওরের স্রোতে ভেসে গিয়ে তারা ডুবে যায়।

সুনামগঞ্জাজ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। তাদের মা-বাবা বাড়িতে না থাকায় এবং বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

Exit mobile version