জগন্নাথপুর২৪ ডেস্ক::
১০১ পিস (১৩১৩ গজ) ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড়সহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. উমর ফারুক (৩২)। তিনি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মধ্যনগর থানা পুলিশের একটি টিম শহীদ আয়তুল্লাহ ব্রিজ সংলগ্ন হাওরে এ অভিযান পরিচালনা করে। মধ্যনগর থানা পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ভারতীয় কাপড় জব্দ করা হয় এবং উমর ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ভারতীয় বিভিন্ন রংয়ের থান কাপড়ের আনুমানিক মূল্য ৭ লক্ষ ২২ হাজার ১৫০ টাকা ও একটি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা যাহার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা। এ ঘটনায় মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।