Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে মমিনুল মউজদীনের দশম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত

স্টাফ রিপোর্টার:; মরমি সাধক হাছন রাজার দৌহিত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ‘জোছনাবাদী কবি’ মমিনুল মউজদীনের দশম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে স্মরণসভা এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৩৫ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টায় মমিনুল মউজদীন স্মৃতি সংসদ সুনামগঞ্জের উদ্যোগে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি আলী হায়দার, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ রাখাল চন্দ্র বসু, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংঙ্কজ কান্তি দে, প্রথম আলো প্রতিনিধি খলিল রহমান ও কৃষক নেতা আব্দুল কাইয়ূম।
পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Exit mobile version