Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে মেলায় অবৈধ লটারি আটক ৯,অতঃপর মুচলেকায় মুক্ত

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ শিল্প ও পণ্য মেলার নামে র‌্যাফেল ড্র (লটারি) এবং সার্কাসের আড়ালে অশ্লীল নৃত্য প্রদর্শন করার অভিযোগে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছিল। অতপর মুচলেকায় মুক্ত পেয়েছে ওই ৯ ব্যক্তি।
সোমবার রাতে শহরের ষোলঘর মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিল্প ও পণ্য মেলার সার্কাস ও লটারী র‌্যাফেল ড্র প্রাঙ্গণ থেকে তাদেরকে আটক করা হয়েছিল।
এদিকে অবৈধভাবে চলা র‌্যালেফ ড্র ও সার্কাসে অভিযানের খবর পেয়ে মেলার সংশ্লিষ্টরা অনেকেই সটকে পড়ে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, নানা মহল থেকে অভিযোগ পাওয়ার পর লটারি বিক্রি ও সার্কাসের সাথে জড়িত ৯ জনকে আটক করা হয়েছিল। পরে এসব করবে না মর্মে মুচলেকা দেয়ায় মঙ্গলবার ছাড়া হয়েছে তাদের। যদি আবারও লটারী বিক্রি করা হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version