Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দক্ষিন সুনামগঞ্জে ডিজিটাল শিশু জরিপ ও শতভাগ ভর্তি বিষয়ক বই প্রকাশনা অনুষ্ঠান

সুনামগঞ্জ প্রতিনিধি:: দক্ষিণ সুনামগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ডিজিটাল শিশু জরিপ ও শতভাগ ভর্তি’ বিষয়ক বই প্রকাশ হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ এফআইভিডিভি ভবনে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত এটুআই প্রকল্পের সহায়তায় প্রকাশিত এই বইয়ে উপজেলার দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুজরিপ এবং শতভাগ ভর্তি বিষয়ক তথ্য রয়েছে। সিলেট বিভাগের মধ্যে এ উপজেলা থেকেই এই বই প্রথমে প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এর ফলে ঝরেপড়া রোধে কার্যকর ভূমিকা পালনসহ বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবারত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার পরিমল সিনহা প্রমুখ।

Exit mobile version