স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলামকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা সজীব কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে পুলিশ সজীব কে গ্রেপ্তার করে।
এর আগে দুপুরে আমিনুল ইসলাম নিজে বাদী হয়ে দায়ের করা ওই মামলায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ওরফে সজীবসহ (৩৫) অজ্ঞাত আরও ৫—৭জনকে আসামি করে মামলা দায়ের করেন। জিল্লুর রহমান সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার মৃত. রফিকুল ইসলামের ছেলে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
সুনামগঞ্জ শহরের সদর উপজেলা পরিষদের সামনের সড়কে বৃহস্পতিবার দুপুরে আমিনুল ইসলাম হামলার শিকার হন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল—ঘুষি মারেন।
হামলার বিষয়ে আমিনুল ইসলামের ভাষ্য, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর নির্মাণ কাজের অনিয়ম নিয়ে গত ২৮ এপ্রিল যমুনা টেলিভিশনে একটি সংবাদ প্রচারিত হয়। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে তদন্ত করতে যান প্রশাসনের কর্মকর্তারা। সেখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলসহ আরও কয়েকজন জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তদন্তের প্রয়োজনে ঘটনাস্থলে আমিনুল ইসলামকেও সেখানে ডাকা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে আমিনুল আরও বলেন, ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার সময় প্রচারিত সংবাদের বিষয়ে তার সঙ্গে খায়রুল হুদা চপলের কথা কাটাকাটি হয়। পরে কথা কাটাকাটির বিষয়টি খায়রুল হুদা চপল মিটমাট করে আমিনুলকে নিজের গাড়িতে করে সেখান থেকে নিয়ে আসেন। পেছনে মোটরসাইকেলে করে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা—কর্মীরাও আসেন। শহরে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে আমিনুল ওই গাড়ি থেকে নেমে অন্য একটি মোটরসাইকেলে উঠার সময় জিল্লুর রহমান সজীবসহ আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তারা আমিনুলকে উপর্যুপরি কিল—ঘুষি মারেন। পরে আমিনুল ইসলাম সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমিনুলের দাবি, তার ওপর পরিকল্পিত হামলা হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল এ ঘটনার সঙ্গে যুব লীগের বা তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে এই প্রকল্পের কোনো সম্পৃক্ততা নেই। আমরা প্রয়োজনে কর্মকর্তাদের সহযোগিতা করে থাকি। আমি তাঁকে (আমিনুল) বলেছিলাম, আরও যাচাই—বাছাই করে সংবাদ করলে ভালো হতো। এ কথাতেই তিনি তর্ক জুড়ে দেন। বিষয়টি সেখানেই মীমাংসা করে আমি নিজে তাঁকে আমার গাড়িতে করে শহরে নিয়ে এসে নামিয়ে দিই। পরে কী হয়েছে, আমি জানি না।’