Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে স্টুডেন্ট ভিসা সেবার প্রচারে সেমিনার

সুনামগঞ্জ সংবাদদাতা::সুনামগঞ্জে লোপিন ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনারে বক্তারা সুদক্ষ ও সুশিক্ষিত জনগোষ্ঠীকে স্টুডেন্ট ভিসাসেবার আওতায় বৈদেশিক মুদ্রা অর্জনক্রমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। তারা বলেছেন,বিদেশে বাংলাদেশের সুনাম অর্জন ও বৈদেশিক মুদ্রা আয় করে জাতীয় আয়ের পরিধি বৃদ্ধিকল্পে স্টুডেন্ট ভিসার বিকল্প নেই। লোপিন ইন্টারন্যাশনাল ভিসা পেতে আগ্রহীদেরকে ইতিমধ্যে মালয়েশিয়া তুর্কি-সাইপ্রাস,সাউথ কোরিয়া,আমেরিকা,কানাডা ও প্যোলান্ডসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে প্রেরনের পাশাপাশি তাদেরকে ইংরেজী শিক্ষায়ও দক্ষ করে গড়ে তুলেছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সিলেটের লোপিন ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। লোপিন ইন্টারন্যাশনাল এর সিইও মোঃ দিলোয়ার হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল,কোরিয়ায় অবস্থিত ছাত্রের অভিভাবক মোঃ ইরন মিয়া, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার এসএস হক শিমুল,লোপিনের বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানাজার আশা আক্তার শোভা,ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ম্যানাজার সুমন আহমেদ,এডভাইজার স্বর্ণা তালুকদার,নীলা আক্তার,লোনা আক্তার,আইইএলটিস টিচার রায়হান খান,ব্যাবসায়ী তোহিদুল হক আরিফ,দৈনিক সুনামকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল শহীদ ও মুক্তিযোদ্ধার সন্তান নেসার আহমদ শফিকসহ সেমিনারে আগত ছাত্রছাত্রীবৃন্দ। সেমিনারে সিইও মোঃ দিলোয়ার হোসেন রনি জানান, বাংলাদেশ সরকার ছাড়াও দেশ বিদেশের প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্টানের সাথে বৈধ অনুমোদন নিয়ে ও চুক্তিপত্র সম্পাদনক্রমে লোপিন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসার কার্যক্রম অব্যাহত রেখেছে।

Exit mobile version