Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ আদার বাজার থেকে চকবাজার রাস্তার বেহাল অবস্থায় এলাকাবাসী অতিষ্ঠ

মাছুম আহমদ : সুনামগঞ্জ সদর ও দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তিলুরা গ্রামের উপর দিয়ে চকবাজার পর্যন্ত ইট সলিং এর রাস্তার বেহাল অবস্থায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লোকজনের চলাচলের দূর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এলাকার লোকজনের আসা যাওয়া এবং যানবাহন চলাচল হয়ে পড়েছে মারাত্মক ঝুকিপূর্ণ। এলাকার সাধারন জনগণ এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে ভয় পায়। জরুরী কোন প্রয়োজনে গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে যানবাহনের পরিবর্তে কাধেঁ করে নিয়ে যেতে হয়। সদর উপজেলার রঙ্গারচর ও লক্ষীপুর ইউনিয়নের বিশাল জনগোষ্টীর একমাত্র চলাচলের রাস্তা এটি। এ ছাড়া বিকল্প কোন রাস্তা নেই তাদের। তিলুরা গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,আমরা দীর্ঘদিন যাবত এই রাস্তার ভোগান্তিতে ভূগতেছি। আমাদের চেয়্যারম্যান এবং মেম্বার এ রাস্তার ব্যাপারে কোন প্রকার গুরুত্ব আরোপ করেননা। একজন বিএন পি করেন এবং একজন আওয়ামীলীগ করেন তাদের এই রেষারেষির কারনে আমাদের রাস্তার কোন কাজ করানো হয়না। একজন মোটর সাইকেল ড্রাইভার এবং যাত্রী নজরুল ইসলাম কে এই রাস্তা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তারা বলেন, আমরা দুই বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচল করছি খুব কষ্ট করে, যাতায়াত করতে আমাদের মারাত্মক অসুবিধা হয়। কিন্তু এই রাস্তার কোন নির্মান কাজ করতে দেখিনি। আমাদেরকে এই রাস্তা দিয়ে চলাচলের সময় খুব ভয়ে ড্রাইভিং করতে হয়। বর্তমান মেম্বার মোঃ আলকাছ মিয়া বলেন, আমরা এই রাস্তার জন্য বিভিন্ন সময়ে মানববন্ধন করেছি এমনকি এমপি সাহেব কে এনে সরজমিনে রাস্তাটি দেখিয়েছি। কিন্তু এর কোন ফলাফল আমরা পাইনি উর্ধতন কর্মকর্তাদের কাছে। এলাকাবাসী রাস্তাটি পূন:নির্মাণের জন্য কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Exit mobile version