Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে যাত্রীবাহী বাসের সিট দড়িতে আটকানো!

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী বাসগুলোর যাত্রীসেবা দিন দিন নি¤œমুখী হচ্ছে। গত শনিবার নি¤œমুখী যাত্রী সেবার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরগামী একটি বাসে দেখা যায়- সিট ভেঙে যাওয়ায় তা দড়ি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই সেই সিটে বসে যাত্রীরা যাতায়াত করছেন।
সাংবাদিক শহীদ নূর শনিবার এই প্রতিবেদককে ফেসবুকে ছবিটি ইনবক্স করেন। ছবিতে আরো দেখা যায় ওই বাসের অধিকাংশ সিটই যাত্রীদের বসার অযোগ্য। তার মধ্যে একটি সিট ভেঙে গেছে। যেটি দড়ি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সেই সিটে এক বয়স্ক লোক বসেছেন।
ছবিটি ফেসবুকে একজন শেয়ার করেছেন। সেখানে দীন মোহাম্মদ সাদিক নামের একজন মন্তব্য করেছেন, ‘এইটা আর নতুন কিছু? ছোট বেলা থেকেই আসছি, সবই আমাদের কপাল।’
কবি আশরাফ শাহীন মন্তব্য করেন, ‘একের ভিতর দুই, সিট প্লাস দোলনা!’
ওবায়দুল হক মিলন লিখেছেন, প্রশাসন ও জনগণ উভয়ই জিম্মি তাদের কাছে!
ইয়াকুব বখত বহলুল অনেকটা ক্ষুব্ধ মন্তব্য করেনÑ ‘অনেকে নিজেকে বাস মালিক, বাস মালিক সমিতির নেতা পরিচয় দেন। আমার মনে হয় এদেরকে অন্ধ সমিতির নেতা বানানো দরকার। এই অন্ধ মালিক সমিতি তাদের পরিচালিত বাসের উন্নয়ন করবেনা আর ভাল ব্যবসায়ীদের বাস নামাতেও দেবে না।’
সম্প্রতি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে সুনামগঞ্জের অভ্যন্তরীণ সড়কের দুরবস্থা ও বাসে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তোলে ধরা হয়। এসময় তিনি বলেন, নানা জটিলতায় সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রশস্তকরণের কাজ আটকে গেছে। এই কাজটি শেষ হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কমে যাবে এবং যাত্রীরা অনেক উপকৃত হবেন।
সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, বাস মালিকদের নতুন বাস নামানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সুনামগঞ্জ-সিলেট সড়কটি প্রশস্ত হলে অনেক নতুন বাস নামবে অভ্যন্তরীণ সড়কে এবং দুর্ঘটনা অনেক কমে যাবে।

Exit mobile version