স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জ প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নিবার্চনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও সমকাল প্রতিনিধি এবং দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার এডভোকেট এ আর জুয়েল। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় প্রধান নির্বাচন কমিশনার এড. এনাম আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।এছাড়া সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আকরাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদ মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দপ্তর সম্পাদক এখন টিভির লিপসন আহমেদ, ক্রিড়া ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ,কার্য নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এড. আনোয়ার হোসেন, এড. চৌধুরী আহমেদ মুজতবা রাজি, এড. এ কে এম মহিম, জাহাঙ্গীর আলম ও উস্তার আলী ।