Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের পুলিশের বাঁধা ডিঙ্গিয়ে বিএনপির বিক্ষোভ এগুতে চাইলে শহরের কামারখাল পয়েন্টে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে কালীবাড়ি পয়েন্টে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রাজধানী ঢাকায় বিএনপি’র সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের পুরাতন বাসস্টেশনের বিএনপি কার্যালয় থেকে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের দিকে এগুতে চাইলে কামারখাল এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে এগুতে থাকে হাজারো বিএনপি নেতা কর্মীর মিছিল। পরে পুলিশ কালীবাড়ি পয়েন্টের সামনে আরেকদফা ব্যারিকেড দেওয়ায় ওখানেই সমাবেশ করে বিএনপি।

জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর  রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানীতে বিএনপি’র সমাবেশ নষ্ট করতে পুলিশ ও আওয়ামী লীগ এক হয়ে হামলা করেছে। নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে। মারধর করা হয়েছে।

বক্তারা বলেন, যতই গ্রেপ্তার নির্যাতন করুক, গণজোয়ারের ঢেউয়ে ভেসে যাবে সরকার। এরা ক্ষমতায় ঠিকে থাকতে পারবে না। আন্দোলন বন্ধ করার চেষ্টা করেও লাভ হবে না, সরকার পদত্যাগ না করলে আন্দোলন চলবে। বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। না হয় রাজপথে আন্দোলন আরো তীব্র হবে।

Exit mobile version