Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ সদরে চপলই আ.লীগের প্রার্থী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের মনোনয়নই বহাল থাকছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেছেন,‘ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যায় আমাকে ফোন করে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলই আওয়ামী লীগের প্রার্থী বলে জানিয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও ফোন করে একই কথা বলেছেন।’
গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি দেয়া হয়েছিল। এর আগে গত ৯ ফেব্রুয়ারি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পেয়ে ১১ ফেরুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন খায়রুল হুদা চপল। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতা সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু, ও আওয়ামী লীগ নেতা রাশেদ বখ্ত নজরুল মনোনয়নপত্র দাখিল করেন।
খায়রুল হুদা চপল আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছিলেন যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মোবারক হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্রও বৈধ হয়েছে।

Exit mobile version