Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুস ছোবহান (তারা মিয়া)’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঙ্গারচর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার শ্বশুর হাজী আব্দুস ছোবহান (তারা মিয়া) সোমবার রাত সাড়ে ১১ টায় ঢাকাস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মরহুমের প্রথম নামাজে জানাজা সুনামগঞ্জের ষোলঘরে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকিরীন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলু, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট খায়রুল কবীর ইমন,সাবেক পিপি এডভোকেট জহুর আলী,জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, প্রথম আলো সুনামগঞ্জ প্রতিনিধি এডভোকেট খলিল রহমান, সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ সর্ব স্তরের মানুষ।
মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্টিত হয় গ্রামের বাড়ি উপজেলার রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয় মাঠে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের মৃত্যু সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয় তিন দিনের শোক কর্মসুচী ঘোষনা করেছে।
এদিকে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তার শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান, জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যারিষ্টার এনামুল কবীর ইমন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব কামালী, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানী ও পাইলগাও ইউনিয়নের চেয়ারম্যান মোখলেচ্ছুর রহমান প্রমুখ।

Exit mobile version