Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা’র পক্ষে দলীয় প্রতীক নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেনের পক্ষে সিংহ প্রতীক বুঝে নিয়েছেন প্রার্থীদের সমর্থকরা।
মঙ্গলবার বেলা সোয়া ১ টায় সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এই আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার সিলেট বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজাহারুল হক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক হাতে নিয়ে নিজেদের
প্রার্থীর পক্ষে দোয়া ও সহযোগিতা চান প্রতীক গ্রহণকারীরা।
ড. জয়া সেন গুপ্তা’র পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নান্টু রায়, আওয়ামী লীগ নেতা অ্যাড. দিলীপ কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অ্যাড. প্রসেনজিৎ দে প্রমুখ।
অ্যাড. নান্টু রায় বলেন,‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক, এই প্রতীকের সম্মান রক্ষার চেষ্টা করবেন আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী। ৮ বারের সংসদ সদস্য, জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্যই ড. জয়া সেন গুপ্তার নৌকাকে বিজয়ী করবেন দিরাই-শাল্লাবাসী।’
মো. ছায়েদ আলী মাহবুব হোসেনের পক্ষে তাঁর ভাই মাহমুদুল হোসেন, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি সায়েক আহমদ, মারজুল হক, রনেল মিয়া, সোহান আহমদ রনি, মকব্বির হোসেন প্রমুখ প্রতীক গ্রহণ করেন।
ছায়েদ আলী’র ভাই মাহমুদুল হোসেন বলেন,‘দিরাই-শাল্লাবাসীর সকল উন্নয়ন সম্পন্ন করার জন্যই ছায়েদ আলী মাহবুব হোসেনকে ভোট দেবেন মানুষ। আমরা সকলের দোয়া প্রার্থী।’
গত ৫ ফেব্রুয়ারী বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। আগামী ৩০ মার্চ এই আসনের উপ-নির্বাচন।

Exit mobile version