স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ – ৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগন্জ) আসনে বিএনপিতথা ঐক্যজোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামে কেন্দ্রীয় নেতা জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শহিদুর পাশা চৌধুরী আজ বুধবার দিনভর দক্ষিন সুনামগঞ্জের বীরগাও, পাগলা, জগন্নাথপুরের নাদামপুর, পাটলীসহ বিভিন্নস্থানে গনসংযোগ করেছেন।
গনসংযোগকালে তিনি বলেন, দেশ আজ সংকটময় অবস্থায়। এ থেকে পরিত্রান পেথে হলে প্যালেটের মাধ্যমে ধানের শীষ প্রতিকে ভোট বিপ্লব ঘটাতে হবে। তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে দেশ ও দেশের জাতি রক্ষায় আমরা একত্রে সামিল হওয়ার আহবান জানান তিনি।
এ সময় দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী পাশার দিনভর গণসংযোগ
