Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে গণফোরামের মনোনয়ন নিলেন জগন্নাথপুরের গোলাম হোসেন আবাব

যুক্তরাজ্য সংবাদদাতা::

সুনামগঞ্জ -৩ আসনে গনফোরামের মনোনয়ন সংগ্রহ করেছেন যুক্তরাজ্য গনফোরাম নেতা জগন্নাথপুরের সন্তান গোলাম হোসেন আবাব। আজ তিনি গণফোরাম কেন্দ্রীয় কার্যালয় আরামবাগ থেকে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক,জগন্নাথপুর সমিতি ইউ,কে এর সাধারন সম্পাদক ও জগন্নাথপুর কল্যাণ সমিতি সুনামগঞ্জের আজীবন সদস্য । তিনি জগন্নাথ পুর পৌর সভার লুদর পুর গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৪ সালে ন্যাপ এর ছাত্র সংগঠন ছাত্র সমিতি তে যোগ দিয়ে ছাত্র রাজনীতিতে পা রেখে পরবর্তিতে রুপান্তরিত বাংলাদেশ ছাত্র ঐক্য সমিতির সদর সিলেটের আহ্বায়ক এর দ্বায়িত্বে স্বৈরচার বিরুধী আন্দলনের স্বক্রিয় রাজনীতি করেন।পরবর্তিতে বাংলাদেশ গণতন্ত্রী পার্টির জন্ম লগ্ন থেকে জড়িতাবস্হায় ১৯৯১ সালে বাংলাদেশের সংবিধান রচয়িতা ড: কামাল হোসেন কর্তৃক গণতান্ত্রীক ফোরাম এর সাথে সংপৃক্ততার মাধ্যমে ১৯৯২ সনের ২৯ শে আগস্টে ড: কামাল হোসেনের নেতৃত্বে গঠিত গণফেরাম এর রাজনীতি শুরু করে অধ্যাবদি চালিয়ে যাচ্ছেন । শুরুতেই গণফোরাম সিলেট জেলা শাখার সদস্য থাকা অবস্হায় ১৯৯৯ সালে আবারো ইংলান্ডে স্হায়ী ভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি ইউ কে গণফেরাম এর সদস্য সচিব এর দ্বায়িত্বে আছেন। গোলাম হোসেন (আবাব) গণফেরাম সভাপতি এ জাতীয় ঐক্য ফ্রন্ট এর আহবায়ক  ড: কামাল হোসেন এর অত্যন্ত আস্হাভাজন।ব্যক্তিগত জীবনে তিনি বিলেতে ইউনিভার্সিটি অব বেডফোর্ডসায়ারে আইনে অধ্যয়নরত এবং লন্ডনে লোকাল গভ: অফিসার হিসেবে কর্মরত আছেন।

Exit mobile version