Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুস্থ যুবকরাই পারে কেবলমাত্র সুন্দর পরিবার ও সুন্দর সমাজ গঠন করতে –মুক্তাদীর আহমদ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, প্রশিক্ষিত যুব শক্তিই পারে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সুন্দর ভবিষৎ নির্মাণ করতে। যুব সমাজকে তথ্য প্রযুক্তির জ্ঞান আহরন করে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তহয়ে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্মময় জীবনের সন্ধানে যুব সমাজকে অনুসন্ধিৎসু হতে হবে। সুস্থ যুবকরাই পারে কেবলমাত্র সুন্দর পরিবার ও সুন্দর সমাজ গঠন করতে। মধ্য আয়ের বাংলাদেশে যুবকরাই নের্তৃত্বের আসনে থাকবে। তাই যুব সমাজকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি মঙ্গলবার উপজেলা পরিষদের উদ্যোগে ৫০জন যুবককে তিনদিনব্যাপী আইসিটি প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা মোহাম্মদ পেয়ার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশিক্ষক(কম্পিউটার) মোঃ আলমগীর কবির, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

Exit mobile version